ভারতবর্ষের যুদ্ধজাহাজের স্ক্যনিং রেঞ্জ বৃদ্ধি পাচ্ছে
নিউজ ডেস্কঃ ভারতের যুদ্ধজাহাজ গুলিতে এমন কিছু টেকনোলোজি এবং মিসাইল আছে যা শত্রুপক্ষকে হটাত করে অস্বস্তির মধ্যে ফেলতে পারে। ঠিক তেমনই এক যুদ্ধজাহাজ হল এই এন এস সাতপুরা। শিভালিক ক্লাসের এই যুদ্ধজাহাজটি হল ৬৬০০ টনের। এর অ্যান্টিশিপ মিসাইল 3M-54TE Club-N। এই মিসাইলের রেঞ্জ ২২০কিমি।
এটির বেশ কিছু গুরুত্ব রয়েছে। আসলে সাধারণ ফ্লাইটে সাবসনিক বেগে সিস্কিমিং মুডে ফ্লাইট করে। কিন্তু টার্মিনাল স্টেজে CIWS(ক্লোস ইন উইপন সিস্টেম) থেকে বাঁচতে হঠাৎ নিজের গতী বৃদ্ধি করে ম্যাক ২.৯ প্রর্যন্ত পৌছে যায়। যা একে আরও ভয়ংকর করে তোলে।
শিভালিক ক্লাসের যুদ্ধজাহাজ গুলিতে রেডার হিসাবে ব্যবহার করা হয় EL/M-2238 3D-STAR! এসা রেডার না হয়েও এর এ্যন্টি জ্যমিং সক্ষমতা ভীষণ বেশি। এর সর্বোচ্চ স্ক্যনিং রেঞ্জ ৩৫০কিমি S band (2-4 GHz) ফ্রিকুয়েন্সিতে অপরেট করে।