৭০ কিলোমিটার দূর থেকে যুদ্ধবিমান ধ্বংস করতে ভারতবর্ষের কোন ক্লাসের এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে জানেন?
নিজস্ব সংবদদাতা: ভারতীয় সেনার হাতে বিরাট সংখ্যায় আসছে অত্যাধুনিক মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম (MRSAM)। সম্প্রতি সৈন্যবাহিনীর অস্ত্রাগারের চলছে ব্যাপক রদবদল। নতুন রাইফেল, বোম্ব এর পর ভারতীয় সেনা যে সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম টি পেতে চলেছে তা মূলত ব্যাবহৃত হবে শত্রুপক্ষের ব্যালিস্টিক মিসাইল, ফাইটার জেট কিংবা অ্যাটাক হেলিকপ্টার মাঝ আকাশ থেকে নামিয়ে আনতে। এছাড়া এয়ারক্রাফ্ট, ড্রোন ও সহজেই নামিয়ে আনা সম্ভব এর সাহায্যে। এতটাই শক্তিশালী এই সিস্টেম যে ৭০ কিলোমিটার দূর থেকেও ফাইটার জেট ধ্বংস করে নিচে নামিয়ে আনার ক্ষমতা রাখে এটি।
