অ্যামেরিকা

ইসরায়েলের থেকে স্যুট ক্রয় করার পেছনে কি কারন রয়েছে?

নিউজ ডেস্কঃ ইসরায়েল যে পৃথিবীর বাকি দেশের থেকে অনেক এগিয়ে সামরিক ক্ষেত্রে তা ইতিমধ্যে প্রমাণিত। তারা যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে টেকনোলোজির দিক থেকে আমেরিকাকেও পেছনে ফেলে দিতে সক্ষম। এবং পৃথিবীর একমাত্র দেশ যাদের কাছ থেকে প্রচুর যুদ্ধাস্ত্র ক্রয় করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের তৈরি বিশেষ এক স্যুট এবার ক্রয় করতে চলেছে আমেরিকা।

ইতিমধ্যে ইসরায়েল এক ক্যামফ্লেজ টেকনোলোজি তৈরি করেছে যা শত্রুপক্ষের চোখকে আড়াল বা আড়াল করতে বিশেষভাবে সক্ষম। ইসরায়েলের টেকনো কোম্পানি পোলারিস সলিউশন তাদের সেনাবাহিনীর জন্য স্পেশাল 3D  ক্যামোফ্লেজ টেকনোলজি “The Kit 300” তৈরি করেছে। এই বিশেষ স্যুটের দ্বারা একজন সেনাকে অদৃশ্য করে তোলা সম্ভব।

এই বিশেষ স্যুট তৈরি করতে তিনটি প্রধান জিনিসের ব্যবহার করা হয়েছে মাইক্রোফাইবার, মেটাল এবং পলিমার সমন্বিত টি ভি সি((Thermal Visual Concealment)। বিশেষ এই টেকনোলোজি থার্মাল ইমেজিং ইকুইপমেন্ট এবং মানুষের চোখ ফাঁকি দিতে বিশেষভাবে সক্ষম। বিশেষ এই স্যুটটির ওজন মাত্র ৫০০ গ্রাম। ইসরায়েল লেবাননের যুদ্ধে পোলারিস সলিউশনের আসাফ পিকিওটো ২০০৬ সালে যুদ্ধক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করে দীর্ঘ ১৫ বছরের চেষ্টায় এই বিশেষ এই স্যুটটি তৈরি করেন।

আসাফ পিকিওটো জানান ইসারায়েল বিশ্বাস করে “You have to better than the enemy” নীতিতে। আমেরিকা তাদের সেনাবাহিনীর জন্য এই বিশেষ স্যুটটি ক্রয় করতে চলেছে। ইতিমধ্যেই আমেরিকার বিভিন্ন সেনাবাহিনীতে এর পরীক্ষা শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.