রাশিয়া

ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান সার্ভিসে নিয়ে আসছে রাশিয়া

নিউজ ডেস্কঃ ইতিমধ্যে পঞ্চম প্রজন্মের দুই ধরনের যুদ্ধবিমান সামনে নিয়ে এসেছে রাশিয়া। এক এবং দুই ইঞ্জিনের দুধরনের যুদ্ধবিমান সামনে নিয়ে আসলেও বিশ্ব বাজারে সেভাবে সুবিধা করে উঠতে পারেনি এই যুদ্ধবিমান। আসলে রাশিয়ার প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সুখই সু ৫৭ রাশিয়া ছাড়া এখনও পর্যন্ত কোনও দেশ ব্যবহার করেনা। তার প্রধান কারন হল এই যুদ্ধবিমানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকরই। তারপরে আবার সিঙ্গেল ইঞ্জিন চেকমেট। এখনও পর্যন্ত সার্ভিসে না আসলেও এই যুদ্ধবিমান নিয়ে সন্দেহ রয়েছে। তবে এবার ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান সামনে নিয়ে আসতে চলেছে রাশিয়া।

তবে সুখই নয় মিগের তৈরি মিগ ৪১ সকলেরই সামনে আসতে চলেছে। বিশেষ করে মিগ ৩১ র পরিবর্তন হিসাবে এই যুদ্ধবিমান সামনে নিয়ে আশা হচ্ছে। যুদ্ধবিমান গুলি অগ্রিম পঞ্চম প্রজন্ম বা ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান হতে চলেছে তা ইতিমধ্যে জানিয়েছে তারা। যুদ্ধবিমানটি ২০২৫ প্রথমবার আকাশে দেখা যেতে চলেছে, এবং ২০২৮ এ সার্ভিসে আসবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.