ভারত

৪৯টা মিরাজ যুদ্ধবিমানের পাশাপাশি আরও ১৩টি কি কাজ করবে

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে আবারও আসতে চলেছে বেশ কিছু যুদ্ধবিমান। ফ্রান্সের সাথে নতুন চুক্তি করার পর যে আঁখেরে ভারতবর্ষের লাভ হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখেনা। পাশাপাশি ভারতবর্ষের হাতে বিধ্বংসী যুদ্ধবিমানের সংখ্যাও বাড়ছে।

ভারতীয় বায়ুসেনার হাতে ৪৯টা মিরাজের মতো যুদ্ধবিমান রয়েছে পাশাপাশি আরও ১৩টি আসতে চলছে। এই যুদ্ধবিমান গুলিতে এবার  স্টেল্থ ক্ষমতা সম্পন্ন ক্রুজ মিসাইল ইন্সটল করা হতে পারে বলে মত সামরিক বিশেষজ্ঞদের।

যত বেশি প্ল্যর্টফর্ম লং রেঞ্জ স্ট্রাইক ক্ষমতা হবে যুদ্ধে ভারতের সক্ষমতা বহু গুন বেড়ে যাবে। রাফালের মতো যুদ্ধবিমানের সাথে ভারতবর্ষ ইতিমধ্যে স্ক্যল্পের মতো মিসাইল পেয়েছে। MBDA এর সাথে অতিরিক্ত স্ক্যল্পের চুক্তি করলে ভারতবর্ষের এই সকল মিরাজ যুদ্ধবিমানকে ভয়ঙ্কর যুদ্ধে পাঠানো যাবে। যদিও বালাকোট এয়ার স্ট্রাইকের পর আর নতুন করে কিছু বলার অপেক্ষা রাখেনা ফ্রান্সের মিরাজ যুদ্ধবিমান গুলিকে নিয়ে।

Leave a Reply

Your email address will not be published.