নিউজ ডেস্কঃ দক্ষিণ কোরিয়া। দেশটির উন্নতির প্রধান কারণ হল আমেরিকা। তারা কোনও দিক থেকেই কোনও হুমকিতে কোনওসময় পিছুপা হয়না। ইতিমধ্যে তারা বেশ কিছু অস্ত্র তৈরি করেছে যা সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করেছে। অন্যদিকে আবার তাদের তৈরি করা অস্ত্রের গুনগত মানের উপর প্রশ্ন রয়েই গেছে।
পৃথিবীর যত গুলি দেশ অস্ত্র তৈরি করে তার মধ্যে দঃ কোরিয়ার অস্ত্র সব থেকে আন্ডার-রেটেড বলা থাকে।
দঃ করিয়া মোট চারটি নতুন ক্ষেপণাস্ত্র জনসমক্ষে নিয়ে এসেছে ইতিমধ্যে সুপারসনিক ক্রুজ মিসাইল এ্যন্টিশিপ ও ল্যন্ড এ্যটাকের জন্য। ব্রাহ্মোসের অনুরূপ!