একটি পিস্তলের দাম ৫০ হাজার। ভারতবর্ষের শক্তিশালী বন্দুকের দাম জানলে অবাক হবেন
নিউজ ডেস্কঃ ভারতীয় সেনার জন্য বরাদ্দ হওয়া বেশির ভাগ অস্ত্রই এতদিন ইসরায়েল ও অন্যান্য দেশ সমুহ থেকে আমদানি করা হতো। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “মেক ইন ইন্ডিয়া” স্লোগানকে মাথায় রেখে দেশেই আরো বেশি করে সামরিক অস্ত্র তৈরির ওপর জোর দেওয়া হয়েছে। দেশীয় পদ্ধতিতে তৈরি অস্ত্রের এই তালিকাতে নতুন সংযোজন হলো ৯ এমএম মেশিন পিস্তল। এই মেশিন পিস্তলের হাত ধরে প্রতিরক্ষার ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে বেশ খানিকটা এগিয়ে গেছে ভারত।
ডিআরডিওর পক্ষ থেকে প্রকাশ করে প্রেস বিবৃতিতে জানানো হয়েছিল ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ও ভারতীয় সেনার যৌথ উদ্যোগে প্রস্তুত এই পিস্তলটি শুধু ভারতীয় সেনাই নয়, আইটিবিপি, এসএসবি সহ সিআরপিএফ, বিএসএফ জওয়ানরাও ব্যবহার করতে পারবেন। এছাড়া ট্যুইটারে মেশিন পিস্তলটি সম্পর্কে বিষদে আরও বেশ কিছু তথ্য প্রকাশ করেছে ডিআরডিও।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ৯ এমএম পিস্তল তৈরিতে ব্যবহার করা হয়েছে অত্যন্ত উচ্চমানের অ্যালুমিনিয়াম, যা সাধারত বিমান তৈরির কাজে ব্যবহৃত হয়। শুধু ভারতীয় সেনার বলবর্ধন ই নয় বিদেশেও রপ্তানি করা হবে এই পিস্তল। এক একটি ৯ এম এম পিস্তলের দাম প্রায় ৫০ হাজার টাকা পর্যন্ত পড়তে পারে বলে জানানো হয়েছে। উচ্চমানের এই পিস্তলের ওজন যেমন হবে বেশ হালকা তেমনই এর নিশানা ও হবে অব্যর্থ।
