পরমাণু সাবমেরিন নিয়ে কেন চিন্তায় ভারতবর্ষ?
নিউজ ডেস্কঃ সাবমেরিন টেকনোলোজিতে পৃথিবীর সকল দেশকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে রয়েছে আমেরিকা। তবে ব্রিটেন বা ফ্রান্সের মতো দেশও পিছিয়ে নেই কোনদিক থেকে। আসলে পরমাণু সাবমেরিন তৈরি করতে পৃথিবীর প্রচুর দেশকে এই দেশ গুলির উপর নির্ভর করতে হয়।
তবে পৃথিবীর বাকি দেশ গুলির থেকে আমেরিকা অনেকটাই এগিয়ে আছে, কারন তাদের নৌবহরে থাকা সবকটি সাবমেরিনই পরমাণু ক্ষমতা সম্পন্ন। পাশাপাশি রাশিয়া, ইংল্যান্ড বা ফ্রান্সের সাবমেরিন ফ্লিটের থেকে আমেরিকার সাবমেরিন ফ্লিট অনেকটাই বড়। আর এই আমেরিকার সাথেই নতুন ভাবে চুক্তি করেছে অস্ট্রেলিয়া সাবমেরিন তৈরি করার জন্য।
