ভারত

চীনের বিরুদ্ধে সবরকম প্রস্তুতি সম্পূর্ণ করেছে ভারতীয় সেনাবাহিনী

নিউজ ডেস্কঃ চীনের বিরুদ্ধে লড়তে যে ভারত সর্বদা প্রস্তুত তা আর নতুন করে কিছু বলার অপেক্ষা রাখেনা। চীন-ভারত সংঘর্ষে এবার চীনকে যে উচিৎ জবাব দেওয়া হয়েছে। এবং চীনের বিরুদ্ধে সবরকম প্রস্তুতি সেরে রাখতে চাইছে ভারতীয় সেনা। আর সেই কারনে একাধিক ভাবে নিজেদের এগিয়ে রাখছে তারা।

পিএসএলভি-সি৫০ এর মাধ্যমে CMS-01 কমিউনিকেশান স্যাটেলাইট। এই স্যাটেলাইট এক্সটেন্ডেড সি ব্যন্ড কমিউনিকেশান লিংক স্থাপন করবে যা মূল ভারত সহ আন্দামান নিকোবর ও লাক্ষাদ্বীপে সংযোগ স্থাপন করেছে।  ১৪১০ কেজির ওজনের স্যটেলাইটটির আসল নাম GSAT-12R। এটি পৃথিবী থেকে ৩৫,৭৮৬কিলোমিটার দূরে জিওস্টেশেনারি অর্বিটে স্থাপন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.