পাকিস্তানের আকাশে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারত ভারতবর্ষের যে যুদ্ধবিমান? দেখুন ভিডিও
নিউজ ডেস্কঃমিগ এমন কিছু যুদ্ধবিমান একটা সময় তৈরি করেছে, যা শত্রুপক্ষের মনে ভীত ধরাতে যথেষ্ট। আর সেই কারনে প্রচুর দেশের বায়ুসেনাতে প্রচুর পরিমাণে এই যুদ্ধবিমান দেখা যায়। ভারতের কাছে একটা সময় ১০০০ এর কাছাকাছি এই যুদ্ধবিমান ছিল। বিশেষ করে মিগ ২১ এর মতো যুদ্ধবিমান যে পাকিস্তানের ঘুম কেড়ে নিয়েছিল তা বলাই বাহুল্য।
মিগ ২৫। যুদ্ধবিমানটি কয়টি দেশের হাতে ছিল তা সঠিক হিসাব দেওয়াটা কিছুটা হলেও কঠিন। কারন একটা সময় ভারতের হাতে যে মিগ ২৫ ছিল তা কারও জানাই ছিলনা, আর সেই কারনে পাকিস্তানের আকাশে রীতিমতো দাদাগিরি করে এসেছিল এই যুদ্ধবিমানটি। তবে মিগ ২৫ অবসরের পর মিগ তাদের উন্নততর ভার্শন মিগ ৩১ নিয়ে আসে। মিগ ৩১ হল মিগ ২৫ এর আপগ্রেডেড ভার্সন।
১৯৭৫ সালে প্রথমবার আকাশে দেখা যায় এই যুদ্ধবিমানকে এরপর ১৯৮১ সালে সার্ভিসে আসে যুদ্ধবিমানটি। এখনও পর্যন্ত ৫৯৪ টি এই যুদ্ধবিমান তৈরি করা হয়েছে। রাশিয়া ছাড়াও কাজাখাস্থান এর বায়ুসেনায় এই যুদ্ধবিমানকে দেখা যায়।
৩০০০ কিমি/ ঘণ্টায় যুদ্ধবিমানটি প্রায় ৭০,০০০ ফুট থেকে হামলা চালাতে সক্ষম। পাশাপাশি যুদ্ধবিমানটি ২ টি ড্রপ ট্যাঙ্ক নিয়ে ৩০০০ কিমি পর্যন্ত উড্ডয়ন করতে সক্ষম।