রাশিয়ার কারনে বিপদ বাড়ছে প্রচুর দেশের
নিউজ ডেস্কঃ রাশিয়া এবং চীন একে অপরের সাথে একাধি প্রোজেক্টের কাজ করছে কিছু সকলের সামনে আসলেও বেশিরভাগ ক্ষেত্রে তা সেভাবে জানা যায়না। এস ৪০০ এর মতো এয়ার ডিফেন্স সিস্টেম বহু আগেই রাশিয়ার থেকে ক্রয় করেছে চীন, আসলে এই এয়ার ডিফেন্স সিস্টেমের প্রথম আন্তর্জাতিক ক্রেতা হল চীন, অতয়েব একটা কথা স্পষ্ট যে চীন এবং রাশিয়ার সামরিক ক্ষেত্রে প্রচুর কাজ হয়ে থাকে।
