সব পুরনো অস্ত্র দিয়েই ইউক্রেনকে আক্রমণ করেছে রাশিয়া
নিউজ ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে একটা কথা হল এই যে এই যুদ্ধে রাশিয়া এখনও পূর্ণ শক্তি দিয়ে করছেনা। কারন যুদ্ধে ব্যবহৃত অস্ত্র গুলি যদি একবার দেখেন তাহলে বুঝতে পারবেন যে তারা তাদের পুরনো অস্ত্র ব্যবহার করছে।

ভাল করে লক্ষ করলে দেখবেন:—
রাশিয়া সব পুরোনো অস্ত্র নিয়ে এসেছে ইউক্রেনে।
রাশিয়ার প্রধান ব্যাটেল ট্যাঙ্ক T-90, T-90 MS থাকতেও, এমনকী উন্নত T-14 আর্মাটা থাকতেও রাশিয়া নিয়ে এসেছে পুরোনো টি-৭২ ট্যাঙ্ক
অ্যাডভান্সড শর্ট রেঞ্জ এয়ারডিফেন্স সিস্টেম থাকতেও রাশিয়া বাক এয়ারডিফেন্স সিস্টেম নিয়ে এসেছে।
Su-34, Tu-95 এর মতন বোম্বার থাকতেও রাশিয়া পুরোনো Su-25 নিয়ে যুদ্ধে এসেছে। এক কি দুইদিন হল অল্প মাত্রায় Su-34 এসেছে।
আবার অত্যাধুনিক Su-35, Su-30 এর মতন যুদ্ধবিমান থাকতেও রাশিয়া Mig-29, Su-27 এর মতন বিমান ব্যবহার করছে।
যেমন ধরুন Mi-28 এর মতন হেলিকপ্টার থাকতেও ব্যবহার করছে K-52 অ্যালিগেটরের মতন হেলিকপ্টার। যার একটাই অর্থ দাঁড়ায় তাহল রাশিয়া ইউক্রেন কে কোন শক্ত প্রতিপক্ষ হিসাবে ধরছেই না অথবা সোভিয়েত পুরোনো সমস্ত জিনিস রাশিয়া ভাবছে ধ্বংস হয়ে গেলে যাক।
ধরছেই না অথবা সোভিয়েত পুরোনো সমস্ত জিনিস রাশিয়া ভাবছে ধ্বংস হয়ে গেলে যাক।