কেন ফ্রান্সের থেকে রাফালে যুদ্ধবিমান ক্রয় করতে বলেছিলেন বিপিন রাওয়াত?
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের জন্য পরবর্তীকালে ফ্রান্সের থেকে প্রচুর যুদ্ধাস্ত্রের পাশাপাশি টেকনোলোজি পেতে চলেছে ভারতবর্ষ।বিশেষ করে ফ্রান্সের থেকে রাফালে আসার পর তাদের যুদ্ধবিমান গুলি কতোটা বিধ্বংসী তা প্রমান পাওয়া গেছে। আর সেই কারনে পরবর্তীকালে ফ্রান্সের থেকে রাফালের পরবর্তী ভার্সন ক্রয় করার জন্য মূকীয়ে রয়েছে ভারতবর্ষ তেমনটাই সুত্রের খবর।
ভারতবর্ষের প্রাক্তন চীফ অফ ডিফেন্স স্টাফ বলেছিলেন যে “একই কনফিগারেশানে বহু সংখ্যক যুদ্ধবিমান ক্রয় করলে সাময়িক সক্ষমতা বৃদ্ধি করে। কিন্তু এর ফলে একটা সময় বহু সংখ্যক বিমানকে আপগ্রেড করার চাপ ও চলে আসে। তাই ২ স্কোয়ার্ডন যুদ্ধবিমান ধাপে ধাপে কয়েক বছর পর আপগ্রেডের সাথে নেওয়া উচিত। যাতে প্রথম ধাপের আপগ্রেডের সময় দ্বিতীয় ধাপের বিমান গুলো সার্ভিস দিতে পারে।
