পরমাণু সাবমেরিন নিয়ে বিরাট সমস্যায় পড়তে চলেছে ভারতবর্ষ?
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক সমীকরণ বদলাতে সময় লাগেনা। কখন কিভাবে বদলে যাবে তা কেউই বলতে পারেনা। ঠিক যেমনটা দেখা যাচ্ছে ফ্রান্স এবং আমেরিকার মধ্যে। কারন কিছুদিন আগেই ফ্রান্সের থেকে ৬০ বিলিয়ন ডলারের চুক্তি ছিনিয়ে নিয়েছে আমেরিকা। আর তার ফলেই বেশ চটেছে ফ্রান্স। তবে এখন সময়ের সঠিক ব্যবহার করে এর সুবিধা নেওয়া দরকার ভারতবর্ষের।
আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের এক কর্তা জানিয়ে দেয় যে আমেরিকা ভারতবর্ষকে পরমাণু চুল্লি তৈরির ব্যাপারে সাহায্য করবেনা। এর প্রধান কারন হল এটি একটি বিরাট জটিল প্রক্রিয়া।
আসলে পরমাণু চুল্লী বা নিউক্লীয়ার রিএ্যক্টর নির্মানে SSN এর রিএ্যক্টর হল সব থেকে জটিল কাজ। এই রিএ্যক্টরটি অত্যন্ত ছোট হলেও ভীষণ শক্তিশালী।পাশাপাশি এমন ভাবে ডিজাইন করতে হয় যাতে রেডিয়েশান খারাপ থেকে খারাপ হলেও যাতে লিক না হয়ে যায়।
