ইউরোপের কোন ক্লাসের হেলিকপ্টারের কারনে গোটা পৃথিবীর ঘুম উড়েছিল। রইল ভিডিও
নিউজ ডেস্কঃ ইউরোপের বেশ কিছু দেশের হাতে এমন কিছু যুদ্ধবিমান রয়েছে যা যেকোনো সময় বিধ্বংসী রুপ নিতে পারে। আসলে ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলি একসাথে প্রচুর অস্ত্রের ডেভলপমেন্ট করেছে। আর সেই অস্ত্র গুলি ইউরোপের দেশ গুলির হাতেই কেবল দেখা যায়।
এন এইচ ৯০ হেলিকপ্টার। হেলিকপ্টারটির উন্নয়ন এবং প্রডাকশান করেছে এন এইচ ইন্ডাস্ট্রি। ১৯৯৫ সালে এটি প্রথম আকাশে দেখা গেলেও ২০০৭ সালে এটি সার্ভিসে আসে। ৪৭২ টি হেলিকপ্টার এখনও পর্যন্ত বানানো হয়েছে। ইটালি ছাড়াও, জার্মান, অস্ট্রেলিয়া এবং ফ্রান্সের বায়ুসেনার কাছে এই হেলিকপ্টার দেখা যায়।