পৃথিবীর সবথেকে বড় মিসাইল চীনের সার্ভিসে
নিউজ ডেস্কঃ চীন, পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহন করতে সর্বদাই এককদম এগিয়ে ভাবতে হবে। আর সেই কারনে ইতিমধ্যে একাধিক প্রস্তুতি নিয়েছে ভারতবর্ষের সেনাবাহিনী। বিশেষ করে ভারতবর্ষের হাতে থাকা মিসাইল নিয়ে বিশেষ কিছু পদক্ষেপ গ্রহন করা হয়েছে ইতিমধ্যে।
চীনের কিছু জিনিস এবং পদক্ষেপ দেখার পর চীনের দেখান রাস্তাতে হাটতে চলেছে ভারতবর্ষ। অর্থাৎ তাদের তৈরি করা প্ল্যান গুলি দিয়ে চীনকেই চাপে ফেলতে চাইছে। প্রথমে স্পেশ কম্যান্ড এবং এ্যন্টি স্যাটেলাইট, তারপর এয়ার ডিফেন্স কম্যান্ডকে আলাদা করার পাশাপাশি থিয়েটার কম্যান্ড তবে সম্প্রতি রকেট ফোর্সকে এবার আলাদা করতে চাইছে। অর্থাৎ মিসাইল গুলির জন্য আলাদাভাবে ফোর্স গঠন করা হচ্ছে।
