পাকিস্তানের জঙ্গি ঘাটি গুলিতে আক্রমণ করতে ভারতবর্ষের কাছে কোন গোত্রের বোমা রয়েছে?
নিউজ ডেস্কঃ পাকিস্তানের মাটিতে গিয়ে একাধিক স্থানে জঙ্গি ঘাটি উড়িয়ে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা। বিশেষ করে পাকিস্তানকে শিক্ষা দিতেই এই কাজ করেছিল। আর তারপর থেকেই ভারতের বায়ুসেনার ক্ষমতা প্রসঙ্গে মানুষ ধারণা করতে পারে।

পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাটি গুঁড়িয়ে দিতে ব্যবহার করা হয়ছিল মিরাজ ২০০০ র মতো বিমান। আর এই বিমানে ব্যবহার করা হয়েছিল ইসরায়েলের তৈরি স্পাইস ২০০০ বোম্ব। বিশেষ করে বালাকোট এয়ার স্ট্রাইকের পর এই বোম্বের চাহিদা আরও বেড়েছে। এবার সেই বোম্ব দ্বিতীয়বার এই সেনাবাহিনীর হাতে আসতে চলেছে। এই স্পাইস ২০০০ এ নতুন টার্বোজেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা এই বম্বকে আরও বিধ্বংসী করে তুলেছে সম্প্রতি।
ভারতীয় বায়ুসেনার মিরাজ ২০০০ যুদ্ধবিমানে এই বম্ব ছিল ডেডলি কম্বিনেশানের মতো। এবার মিরাজের পাশাপাশি ভারতের শুখোই সু ৩০ গুলিতেও ব্যবহারের করা হচ্ছে।