ভারত

চীনের জন্য ভয়ঙ্কর রুপ নিতে ভারতবর্ষের কাছে কোন ক্লাসের মিসাইল রয়েছে?

নিউজ ডেস্কঃ ভারতের হাতে থাকা অস্ত্র গুলি যে বিরাটভাবে আধুনিকীকরণ করা হচ্ছে তা অনেক আগেই স্পষ্ট হয়েছে। বিশেষ করে দেশীয় প্রযুক্তির জিনিস গুলি আপগ্রেড করা হচ্ছে।

ধ্রুবস্ত্র আন্টি ট্যাংক গাইডেড মিসাইল। ধ্রুব হেলিকপ্টার এর আর্মড ভার্শন রুদ্র সিরিজ হেলিকপ্টার গুলোর জন্য তৈরি করা হয়েছে। এটি নতুন কোন মিসাইল নয়, এটা হেলিনা মিসাইল এর নতুন নাম, মিসাইল টি দিন বা রাত যেকোন সময়ে ব্যাবহার করা যেতে পারে। এটা ট্যাংক এর সাধারণ আর্মার বা এক্সপ্লোসিভ রি এক্টিভ আর্মার কেও ফুঁড়ে দিতে পারে।

মিসাইল টি তার টার্গেট কে1 ডাইরেক্ট হিট মোড বা টপ এট্যাক মোড দুই ভাবেই এনগেজমেন্ট করতে পারে। মিসাইল টির রেঞ্জ 7 কিমি LOBL লক অন বিফর লঞ্চ মোডে। 8 টি মিসাইল একটি হেলিকপ্টার ইনস্টল করা সম্ভব 4 টি টুইন লঞ্চার দিয়ে। বালাসর ITR ফেসিলিটি তে এই মিসাইল পরীক্ষা করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published.