মানুষ ছাড়াই উড্ডয়ন করবে হেলিকপ্টার
নিউজ ডেস্কঃ আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল বা ইউ এ ভি তৈরি করার জন্য পৃথিবীর প্রচুর দেশ কাজ করছে। যদিও ইতিমধ্যে বেশ কিছু দেশ বিধ্বংসী এই UAV তৈরি করে ফেলছে। এই ধরনের টেকনোলোজি তৈরি করার পেছনে প্রধান কারন হল ভবিষ্যতের যুদ্ধ। কারন ভবিষ্যতে যুদ্ধ মানুষ ছাড়াই হতে চলেছে, আর সেই কথা মাথায় রেখে পিছিয়ে নেই ভারতবর্ষ। দেশীয় দুই সংস্থা HAL এবং DRDO তৈরি করছে এই টেকনোলোজি।

বেশ কয়েক বছর আগেও ভারতবর্ষের কোন VTVL বা ভার্টিকেল টেক অফ ভার্টিকেল ল্যান্ড করার মত রোটারী উইং ইউ এ ভি ছিল না, তবে দুই দেশীয় সংস্থা এই UAV এর উপরে কাজ করছে।
মোট দুই ধরনের ইউ এ ভি বর্তমানে তৈরি হচ্ছে। তার মধ্যে বড় UAV তৈরি করছে HAL, RUAV 200 এটি DRDO ADe ও IIT কানপুর মিলে এই ইউ এ ভি তৈরি করছে যার ওজন হতে চলেছে 200 কেজি। পাশাপাশি এই টেকনোলোজিতে যে ধরনের বৈশিষ্ট্য দেখা যেতে চলেছে তাহল এগুলি টানা 180 মিনিট সার্ভিস দিতে সক্ষম এবং নৌ সেনা ও স্থল সেনার জন্য দুটি আলাদা ভার্শন হতে চলেছে। তবে প্রপালশন সিস্টেম 52 কেজির বেশী নয়, সর্বচ্চ শক্তি উৎপাদন করতে পারবে 34 KW, সাধারণত 30 KW তবে এখনও পরিষ্কার নয় হে মেশিনগান বা আন্টি ট্যাংক মিসাইল বহন করবে কিনা এই ইউ এ ভি।
অন্যদিকে দ্বিতীয় হালকা UAV তৈরি করছে হায়দ্রাবাদ স্টার্ট আপ কোম্পানি হিন্দুস্তান ইউ এ ভি সিস্টেম। তাদের এই ইউ এ ভির নাম দিয়েছে মায়া সি এন 50। যদিও এই সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি , তবে মিনিস্ট্রি অফ ডিফেন্স এটির জন্য বিনিয়োগ করছে। আশা করা হচ্ছে যে কয়েক বছরের মধ্যে দুটি হেলিকপ্টার (UAV) আনমান্ড এরিয়াল ভেহিকেল তৈরি করা শুরু হয়ে যাবে।