পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনার হাতে আসতে চলেছে? কত গুলি যুদ্ধবিমান একটিভ রয়েছে?
ভারতীয় বিমানগুলিকে অত্যাধুনিক মানের করার জন্য প্রচুর চেষ্টা চালাচ্ছে কেন্দ্রিয় সরকার। শুধু বিদেশ থেকে বিমান ক্রয় নয় দেশীয় প্রযুক্তির উপর নজরও দেওয়া হচ্ছে।সব ঠিক থাকলে ২০২৫ সালেই হয়ত পঞ্চম প্রজন্মের বিমান হাতে চলে আসবে ভারতীয় বিমান বাহিনীর। এবং তা দেশীয় প্রযুক্তিতেই তৈরি। কিন্তু বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর হাতে মোট কতগুলি বিমান আছে? বা কতগুলি গোত্রীয় ভারতীয় বিমান বাহিনীর হাতে এই মুহূর্তে আছে? এবং সেই গোত্রীয় বিমান মোট কতগুলি সক্রিয় আছে? তা হয়ত অনেকেরই অজানা।

শুখোই ৩০- ২72 টি আছে।
হালতেজাস- 22 টি। 82 টি অর্ডার দেওয়া আছে।
মিগ ২১- ১২০ টি।
মিরাজ ২০০০- 45 টি।
মিগ ২৯- ৬৫ টি।
জাগুয়ার- ১১৬ টি। ৫৬ টি আপগ্রেড করা হচ্ছে।
রাফালে-৩৬
বর্তমানে প্রায় 600 টির কাছাকাছা কমব্যাট যুদ্ধবিমান একটিভ রয়েছে।