পৃথিবী

১৮০ ডিগ্রী ঘুরে টার্গেট ধ্বংস করতে পারে যে টেকনোলোজি

নিউজ ডেস্কঃ সামনের দিকে পাইলট প্লেন নিয়ে এগিয়ে যায় এবং সেইসময় যদি পেছন থেকে কোনও যুদ্ধবিমান আক্রমণ করে দেয় সেক্ষেত্রে কি হবে? বা কি প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে?

বর্তমানে এই প্রযুক্তি হলপৃথিবীর শ্রেষ্ঠ টার্গেটিং সিস্টেম। ইলেক্ট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেম। হেলমেট মাউন্টেড ডিসপ্লে এমন এক ব্যবস্থা যার কারনে শুধু টার্গেটর দিকে তাকালেই টার্গেট লক হয়। অ্যামেরিকার এফ-৩৫ এ রয়েছে এই বিশেষ বৈশিষ্ট্য।

আমেরিকার এফ-৩৫ যে কোনো দিক থেকে টার্গেটকে লক করার পর মিসাইল নিজেই প্রয়োজনে ১৮০ডিগ্রী ঘুরে টার্গেটকে ধ্বংস করবে। অর্থাৎ এফ-৩৫ এর পিছনে যদি সু-৩৫ থাকে তবুও ফলাফল একই হবে। কারন সু-৩৫ এর মতো এফ-৩৫ ম্যনুয়েভার করে টার্গেটের পিছনে যাওয়ার প্রয়োজন পরে না। এফ-৩৫ এর মিসাইলই ম্যনুয়েভারের কাজ করে।

অনেক ডিফেন্স বিশেষজ্ঞদের মতে অ্যামেরিকার তৈরি এফ-৩৫ ডগ ফাইটে কাঁচা। কথাটা সম্পূর্ণ ভূল। কারন এফ-৩৫ এই টার্গেটিং সিস্টেম ৩৬০ডিগ্রী কভারেজ আছে। এফ-৩৫ যেকোনো দিকে থেকে বিমান টার্গেট কে লক করতে সক্ষম। শুধু তাই নয়। এই প্রযুক্তি রাশিয়ান প্রযুক্তি থেকে অনেক বেশি আধুনিক। যদিও এই রাশিয়ার প্রযুক্তি এর চেয়ে প্রায় দ্বিগুণ দূর থেকেই শত্রু বিমানের তাপ শনাক্ত করে। সম্প্রতি ভারতের রাফালে যুদ্ধবিমানেও যুক্ত করা হয়েছে এই প্রযুক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *