ভারত

ভারতবর্ষের নৌসেনার কারনে কোন কোন দেশ থেকে যুদ্ধবিমান ক্রয়?

নিউজ ডেস্কঃ আমেরিকার নির্বাচন সারা বিশ্ব তাকিয়ে থাকে, কারন এই নির্বাচনের উপর পৃথিবীর বহু দেশের ভাগ্য নির্ধারণ করে। আমেরিকার দুই দলের দুই রকম লক্ষ্য দুই নীতি আর সেই কারনে বিশ্ব রাজনীতিতে এর একটা বিরাট প্রভাব পরে। সেই কারনে ট্র্যাম্প এবং জো বাইডেনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সময় ভারতীয়দের মধ্যে এক বিরাট উত্তেজনা আলোচনা দেখা গিয়েছিল। বিশেষ করে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এবং বিশেষজ্ঞরা এই বিষয় নিয়ে রীতিমতো এক্সিট পোল এবং বিভিন্ন সমীক্ষা চালিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আমেরিকার মসনদে বসেছেন জো বাইডেন। জো বাইডেন ক্ষমতায় আসলে যে মোদী সরকারের বিরুদ্ধে যেতে পারে তা একাধিক সময় বলা হয়েছিল। তবে তা যে পুরো ঠিক নয় তা ইতিমধ্যে প্রমান করলেন জো বাইডেন।

ভারতীয় নৌবাহিনীর জন্য আমেরিকার থেকে যে যুদ্ধবিমান ক্রয় করা হতে পারে তা অনেক আগেই বলা হয়েছিল। তবে ক্রয় না করে লিজ নেওয়া হতে পারে এমনও কথা শোনা গেছিল। তবে যাইহোক আমেরিকার থেকে ভারত যাতে এই বিমান পায় তার প্রথম প্রক্রিয়া শেষ হয়েছে ইতিমধ্যে। বোয়িংকে ইন্ডিয়ান এয়ারফোর্স এর জন্য F-15EX অফার করার অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে আমেরিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *