জাপানের আক্রমণ। অ্যামেরিকাকে যেভাবে বিধ্বস্ত করেছিল। রইল ভিডিও
নিউজ ডেস্কঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যামেরিকা নিজেকে প্রথম অবস্থায় জড়াতে না চাইলেও পরের দিকে নিজেকে এর মধ্যে জরানোর ইচ্ছা হলেও জড়াতে পারছিলনা। তবে জাপান প্রথম পার্ল হারবার আক্রমণ করার পরই তারা এই যুদ্ধে পুরোপুরি প্রবেশ করে। তবে অ্যামেরিকাকে জাপান আক্রমণ করলেও এটা একরকম ফাঁদ ছিল বলে মত একাধিক বিশেষজ্ঞের।