এই ঝামেলার মধ্যেই কাশ্মীরে বড়সড় সাফল্য পেল সেনা
নিউজ ডেস্কঃ ভারত-চীন এই ঝামেলার মধ্যেই আট জন জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনাবাহিনী। ২০ ঘণ্টা ধরে চলে এই এনকাউন্টার।
শুক্রবার সকালে দক্ষিণ কাশ্মীরের সোফিয়ান জেলার পান্ডপাওয়া এলাকায় ৫ জন টেরোরিস্ট কে খতম করা হয়েছে।
বৃহস্পতিবার ৩ জঙ্গিকে খতম করা হয় পুলওয়ামা তে। এই পুলওয়ামা এনকাউন্টার সত্যি বেশ কষ্টের ছিল,কারন দুদিন ধরে চলেছিল এই অপারেশন। ভারতের এক সংবাদপত্রের খবর অনুসারে জঙ্গিরা মসজিদে লুকিয়ে থাকার কারনেই একাধিক অসুবিধার সম্মুখীন হতে হয় সেনাকে। অনেকাবার বলা সত্বেও তারা মসজিদ ছেড়ে বেরোয় নি। তবে ভারতীয় সেনাবাহিনী কোন রকম IED অ্যাটাক ও গ্রেনেড অ্যটাক ছাড়াই মসজিদের ক্ষতি না করে জঙ্গিদের দের খতম করে।