রশিয়ার থেকে এই পঞ্চম প্রজন্মের ভয়ংকর বিমান ক্রয় করতে চলেছে ভারত!
নিউজ ডেস্কঃ ভারতের যুদ্ধবিমান থেকে শুরু করে ডিফেন্স র ক্ষেত্রে প্রায় ৫০ শতাংশ অস্ত্র আসে রাশিয়ার থেকে। শুখোই সু ৩০ এম কে আই র মতো ভয়ংকর বিমান রয়েছে ভারতের হাতে, যা রাশিয়ার থেকে ক্রয় করার পর বেশ কিছু অত্যাধুনিক ইকুইপমেন্ট যোগ করা হয়েছে ইসরায়েলের থেকে নিয়ে। ফলে অদূর ভবিষ্যতে রাশিয়ার থেকে আরও যুদ্ধাস্ত্র ক্রয় করবে তা বলাই বাহুল্য।
সব ঠিকঠাক থাকলে রাশিয়ার থেকে পঞ্চম প্রজন্মের বিমান ক্রয় করতে পারে ভারত। শুখোই সু ৫৭। বর্তমানে বিশ্বে আমেরিকার পর রাশিয়াই এই পঞ্চম প্রজন্মের বিমান তৈরি করতে পেরেছে।
এই বিমানের ব্যাপক পরিমাণে বানানো শুরু করেছে রাশিয়া। তবে এই বিমান বর্তমানে ক্রয় করতে গেলে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে ভারতকে। কারন বর্তমানে MKI ভার্সন তৈরি করা একটু চাপের।
শুধু তাই নয় বর্তমানে ভারতের জন্য এই বিমান তৈরি করা শুরু হলেও ভারতের হাতে আসতে আসতে ১.৫ বছর লেগে যাবে। অপরদিকে পাইলট ট্রেনিং র মতো ব্যাপার ও আছে। বর্তমান বিশ্বে আমেরিকার পঞ্চম প্রজন্মের বিমান F 22 এবং F 35 র মতো বিমান্সের সাথে টক্কর দেওয়ার মতো ক্ষমতা একমাত্র রাশিয়ার শুখোই সু ৫৭ র ই রয়েছে।
তবে এই মুহূর্তে রাশিয়ার থেকে এই বিমান ক্রয় করলে আমেরিকার CAATSA দিতে পারে।