ভারতরাশিয়া

এস ৪০০ পাচ্ছেনা ভারত। রিপোর্টে ত্রুটি!

নিউজ ডেস্কঃ এস ৪০০ যে ভারতের শক্তি বৃদ্ধি করবে তা বলাই বাহুল্য। কিন্তু সেক্ষেত্রে অনেক আগেই ভারতে এই অস্ত্র আসার কথা ছিল। এবং সেই কারনে রাশিয়া সফরে গিয়েছিলেন রাজনাথ সিংহ।

একবছর আগের রিপোর্ট যে ত্রুটি ছিল। বর্তমানে যা পরিস্থিতি, তাতে আগামি বছর অর্থাৎ ২০২১ র আগে ভারতের হাতে এই অস্ত্র এসে পৌঁছাবেনা, ২০২১ র শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে ভাবা হয়েছিল। তবে সব ঠিকঠাক থাকলে আগামি দুই থেকে তিনমাসের মধ্যেই এই সিস্টেম ভারতের হাতে চলে আসবে।

ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য এটি খুব দরকার। বাড়তে থাকা পাকিস্তানের আওয়াক্স ফ্লিটের জন্য এস ৪০০ দরকার। কারন এটি ৪০০ কিমির মধ্যে আওয়াক্স কিলার মিসাইল।

Leave a Reply

Your email address will not be published.