ভারত এবং জাপানের যৌথ মহড়ায় কি কি ভয়ংকর যুদ্ধ জাহাজ ব্যবহৃত হল?
নিউজ ডেস্কঃ ভারত-চীন উত্তেজনা লেগেই আছে। চীনকে শায়েস্তা করতে একাধিক পদক্ষেপ গ্রহন করছে ভারত। বিশেষ করে একাধিক দেশের সাথে সম্পর্কের উন্নতির পাশাপাশি একাধিক সামরিক মহড়া চালানো হচ্ছে। এবং চীনকে যাতে একাধিক দিক থেকে চাপে রাখা যায় তারও চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
বিশেষ করে জাপানের মতো বন্ধু রাষ্ট্র যে এইসময় এগিয়ে আসবে তা বলাই বাহুল্য। আর সেটাই দেখা গেল। ভারতের সাথে যৌথ নৌবাহিনীর মহড়ায় দেখা গেল জাপানকে। ভারত মহাসাগরে এই মহড়া সম্পন্ন হল। যেখানে ভারত এবং জাপান দুই দেশই তাদের শক্তি প্রদর্শন করল।
ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ INS RANA এবং INS KULISH, অপরদিকে জাপানের JS KASHIMA এবং JS SHIMAYUKI এই মহড়ায় অংশগ্রহন করেছিল।
এই যুদ্ধ মহড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এই যে এটি মালাক্কা প্রণালীর কাছাকাছি স্থানেও সংগঠিত হয়েছে, যেখানে চীনের ৮০% বাণিজ্য জাহাজ চলাচল করে।