অ্যামেরিকাভারত

চীন, পাকিস্তান সীমান্তে দেশীয় বিধ্বংসী ড্রোন মোতায়েনের পথে ভারত

নিউজ ডেস্কঃ একাধিক মিসাইল থেকে শুরু করে রেডার ব্যবস্থার উন্নতিতে একাধিক বিরাট পদক্ষেপ গ্রহন করছে ভারত। শুধু তাই নয় পাশাপাশি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য প্রচুর খরচ করতে চলেছে ভারতবর্ষ।

ভারতের DRDO তাদের তৈরী অত্যাধুনিক সারভিলেন্স ড্রোন গুলি ভারতীয় সেনার হাতে তুলে দিয়েছে ইতিমধ্যে। অত্যন্ত হালকা ওজনের ‘ভারত’ ড্রোন নামের এই UAV গুলি চীন এবং পাকিস্তান সিমান্তের জন্য তৈরী করা হয়েছে।

একাধিক গুরুত্বপূর্ণ ক্ষমতা রয়েছে এই ড্রোনের

অত্যন্ত ঠান্ডা পরিবেশে এবং  হাই অল্টিটিউড অঞ্চলে এটি সারভিলেন্স অপারেশন চালাতে সক্ষম।

ঘন জঙ্গলে বা দুর্গম পরিবেশে লুকিয়ে থাকা বা রাতের অন্ধকারে লুকিয়ে থাকা টার্গেট কে সহজেই চিন্হিত করতে পারে।

এতে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স সিস্টেম থাকার কারনে খুব সহজেই শত্রু এবং মিত্রের মধ্যে পার্থক্য করতে পারা যায়।

এটি বেশ কিছু স্পেশাল অপারেশান চালাতে পারে। যেমন  সোয়ার্ম অপারেশন। অর্থাৎ অনেক গুলি ড্রোন একত্রিত হয়ে,এক‌ই কমান্ডের আন্ডারে একটি কাজ সম্পূর্ণ করতে পারে।

বাইরের থেকে দেখলে এটাকে সাধারণ ভারটিক্যাল টেক অফ ল্যান্ডিং ড্রোন মনে হলেও,এর ভেতরের টেকনোলজি একে সম্পূর্ণ আলাদা করে দেয়।

Leave a Reply

Your email address will not be published.