ভারতভারতীয় বায়ুসেনা

চীনকে আটকাতে এবার অভিনব পদ্ধতিতে আরও বড় পদক্ষেপ ভারতের

নিউজ ডেস্কঃ চীন-ভারত উত্তেজনাতে চীনের বিরুদ্ধে একাধিক কড়া সিদ্ধান্ত নিতে চলেছে সরকার তা ইতিমধ্যেই একাধিকবার প্রমান পাওয়া গেছে।

চীনের থেকে ওষুধ ক্রয় করা বন্ধ করতে এবার নতুন সিদ্ধান্ত ভারতের। মেডিকেল ইন্ডাস্ট্রিতে চীনের আধিপত্য কমাতে অভিনব সিদ্ধান্ত মোদী সরকারের। active pharmaceutical ingredients (API) যা ঔষধ তৈরির কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয় তার তৈরি দেশে করার জন্য তিনটি প্রোডাক্সান ইনসেনটিভ স্কিম ঘোষনা করেছে ভারত সরকার। যার মোট মূল্য ১২,০০০কোটি টাকা।

৬,৯৪০কোটি টাকা এর মধ্যে দেশীয় ড্রাগ ম্যনুফ্যকচারিং ইউনিটের জন্য। একটা সময় চীন ভারতের active pharmaceutical ingredients (API) তৈরির ইন্ডাসট্রি গুলোকে ধ্বংস করেছিল। এবার সেই জায়গায় আবার ভারতীয়দের ফিরিয়ে দেবে সরকার এমনটাই সিদ্ধান্ত। প্রতিবছর চীন থেকে অনেক ওষুধ ক্রয় করতে হয় ভারতকে। এবার তা শেষের পথে।

Leave a Reply

Your email address will not be published.