৫৯ টির পর এবার ২৭৫ টি অ্যাপের তালিকা তৈরি করল কেন্দ্র
নিউজ ডেস্কঃ কিছুদিন আগে টিকটকের মতো ৫৯ টি চীনা অ্যাপ বন্ধ করেছিল সরকার। তবে এবার ২৭৫টি এ্যপের লিস্ট তৈরি করেছে সরকার। এই তালিকায় পাবজির মত জনপ্রিয় এ্যপ আছে। সরকারের থেকে খতিয়ে দেখা হবে যে এ্যপ গুলি ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কিনা।
পাশাপাশি ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত তথ্য লোপাট করছে কিনা। এর প্রয়োজনে ব্যবস্থা নেবে সরকার। একটা কথা বলা যেতে পারে যে এবার আরও অনেক চীনা কোম্পানি ভারতে বন্ধ হতে চলেছে।