আনুষ্ঠানিক সুচনা হতে চলেছে ভারতীয় রাফালের
নিউজ ডেস্কঃ ইতিমধ্যেই ভারতের হাতে এসে পৌঁছে ৫ টি রাফালে। মোট ৩৬ টি রাফালে ভারতের হাতে আসার কথা থাকলেও সেগুলি আসতে আসতে ভারতের হাতে এসে পৌঁছাবে। দ্বিতীয় ধাপের রাফালে অক্টোবরে আসবে বলেই সুত্রের খবর। তবে তার আগে রাফালের আনুষ্ঠানিক সুচনা করে সেনাবাহিনীতে যুক্ত হতে চলেছে এই ফরাসি যুদ্ধবিমান গুলি।
বহু প্রতীক্ষিত রাফালের আনুষ্ঠানিক সুচনা হতে চলেছে ১০ই সেপ্টেম্বর আম্বালা এয়ার বেসে। $৮.৯বিলিয়ন চুক্তি হয় ফ্রান্সের দাসল্ট এভিয়েশানের সাথে। মোট ৩৬টি রাফালে অর্ডারের পর ৫টি ভারতের হাতে ইতিমধ্যে পৌঁছেছে। ৫টিকে অফিসিয়ালি ভারতের ফ্লিটে অন্তর্ভুক্ত করার জন্য একটি বিশেষ অনুষ্ঠান করা হবে।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর উপস্থিত থাকার কথা। এছাড়াও ফরাসী প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লিকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে সূত্রের খবর।