পৃথিবীভারতরাশিয়া

চীনের সাথে আন্তর্জাতিক সম্পর্ক বিচ্ছিন্ন করতে, রাশিয়াকে চাপ। সৈন্য মহড়াতে যাবেনা সেনাবাহিনী

নিউজ ডেস্কঃ ভারতের সাথে রাশিয়ার বন্ধুত্ব যে কত পুরনো তা জানে সমগ্র বিশ্ব। সামরিক জিনিস ক্রয় থেকে শুরু করে যুদ্ধের সময় ভারতকে সাহায্য করা। বিশেষভাবে সাহায্য পেয়েছে ভারত রাশিয়ার থেকে। দীর্ঘদিন ধরে রাশিয়ার সাথে মিলিটারি প্র্যাকটিস করেছে ভারত।

আগামী মাসে রাশিয়ায় সংগঠিত হতে চলেছে কুড়িটি দেশের সৈন্য মহড়া। এবছর অংশগ্রহণ করতে দেখা যাবে না ভারতকে। এমনটাই রাশিয়াকে জানিয়েছে ভারত। কারণ হিসাবে বৈশ্বিক মহামারী কে তুলে ধরা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে কিন্তু আসল কারণ টা অন্য। সেটা হল চীন। চীনের সাথে যে আন্তর্জাতিক ভাবে ভারত আর স্বাভাবিক সম্পর্ক রাখতে চাইছে না,এটাই তার প্রমাণ। এই সৈন্য মহড়াতে চীন অংশগ্রহণ করবে। আর তাই ভারত এবার ট্রুপস পাঠাবে না।

চীন ছাড়া পাকিস্তান‌ও এই সৈন্য মহড়াতে অংশ গ্রহণ করতে চলেছে। এমনকি গতবছর ভারত চীন ও পাকিস্তানের সাথে একত্রিত হয়ে ঐ সৈন্য মহড়াতে অংশ নিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published.