করোনার দাপট ইটালিতে। ইটালির অর্থনীতি সঙ্কটের কারনেই যুদ্ধজাহাজ বিক্রি করতে হচ্ছে এই মুসলিম দেশকে
নিউজ ডেস্কঃ করোনার কারনে কিছুটা সমঝোতা বারল ইটালি এবং ইজিপ্টের মধ্যে। ইটালি নিজের জন্য তৈরি করা একজোড়া ফ্রিগেট বেচতে চলেছে ইজিপ্টকে। এর সবকিছু পেছনে রয়েছে করোনা। কারন করোনার কারনে ইটালির অর্থনীতি সঙ্কটে, আর সেই কারনে এই দুটি ফ্রিগেটকে বেচতে চলেছে ইজিপ্টের কাছে।
এই বছরের শেষের দিকে একটি পেলেও প্রযুক্তি সহ আরও পাঁচটি এই শ্রেণীর ফ্রিগেট বিক্রি করা হবে। অর্থাৎ সর্বমোট ৬ টি ফ্রিগেট বিক্রয় করা হবে। ৬৭০০ টনের ফ্রিগেট গুলি ১৪৪ মিটার লম্বা এবং এবং প্রতি একজোড়া ফিগেটের দাম পড়বে ১০,৩০০ কোটি টাকা।