আজারবাইজানের যুদ্ধবিমানকে শ্যুট ডাউন তুরস্কের
নিউজ ডেস্কঃ আজারবাইজান এবং আর্মেনিয়ার রক্তক্ষয়ী যুদ্ধ চলছেই। থামার কোন নামই নেই। ইতিমধ্যে একাধিক দেশ তাদের এই যুদ্ধ বন্ধ করতে বললেও তারা সেকথায় কান দেয়নি তারা।
তুরস্ক এবং পাকিস্তান সরাসরি আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে আজারবাইজানকে সমর্থন করেছে। তবে কিছুদিন আগেই তুরস্কের একটি F-16 আর্মেনিয়ার একটি SU-25 কে শ্যুট ডাউন করে। এই এফ ১৬ যুদ্ধবিমান গুলি তুরস্ক আমেরিকার থেকেই ক্রয় করেছে। তাছাড়া তুরস্ক বহু সংখ্যক ইসলামিক স্টেট জঙ্গিদের সিরিয়া ও পাকিস্তান থেকে নিয়ে এসে আর্মেনিয়ার সীমান্তে মোতায়েন করে রেখেছে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী আন্তর্জাতিক নেতাদের দের দৃষ্টি আকর্ষণ করেছে এই ব্যাপারে।