এই মাসের শেষের দিকেই আমেরিকার থেকে বিধ্বংসী ড্রোন কেনার চুক্তি
নিউজ ডেস্কঃ ভারত-আমেরিকা যে একসাথে একে অপরের সাহায্য করবে তা একাধিকবার প্রমান হয়েছে। ইতিমধ্যে একাধিক সামরিক অস্ত্র ক্রয় করার প্রস্তুতি চলছে। এবং বেশ কিছু সামরিক অস্ত্র ভারতের হাতে রয়েছে।
আগামী ২৬-২৭ অক্টোবর ভারত আমেরিকার মিটিং এ দুই দেশের মধ্যে BECA ( Basic Exchange and Cooperation Agreement ) চুক্তি স্বাক্ষর হবে। MQ-9 এর মতন অস্ত্র ক্রয় করার জন্য এই চুক্তি দরকার। শত্রুর সঠিক পজিশন স্ট্রাইক করার সঠিক তথ্য পেতে আমেরিকার সাথে এই চুক্তি প্রয়োজনীয়। এই চুক্তি একবার হলে ভারত আমেরিকার গ্লোবাল গোপন ডাটা ব্যবহার করতে পারবে শুধু ড্রোন স্ট্রাইকের জন্যই না ক্রুজ ও ব্যলেস্টিক মিসাইল স্ট্রাইকের জন্যও। আমেরিকা থেকে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ক্রয় করতে হলে তিনতে চুক্তি করতেই হয়, ইতিমধ্যে ভারত ও আমেরিকার মধ্যে দুটি চুক্তি হয়ে গেছে Logistics Exchange Memorandum of Agreement (LEMOA) with the US and Communications Compatibility এবং Security Agreement (COMCASA). বাকি আছে শুধু BECA।