হাই অ্যালার্ট এ আছে ইন্ডিয়ান আর্মি
নিউজ ডেস্কঃ লাদাখে চীনকে যে ছেড়ে কথা বলা হবেনা তা বেশ ভালো করেই বুঝিয়ে দেওয়া হয়েছে। আর সেই কারনে চীন রীতিমতো গলা নামিয়ে আলোচনার টেবিলে বসে রফা করতে চেয়েছে। তবে চীনকে কোনমতে বিশ্বাস নয়।
লাদাখে ভারত চীন সংঘর্ষের পর থেকেই ইন্ডিয়ান আর্মি হাই অ্যালার্ট এ আছে। এর মধ্যেই গতমাসের শেষের দিকে ১১০০০ সেট এক্সটেন্ডেড কোল্ড ওয়েদার ক্লোদিং সিস্টেম (ECWCS) লাদাখে পাঠানো হয়েছে, আগামী শীতের কথা মাথায় রেখে। তীব্র ঠান্ডা থেকে বাঁচার জন্য স্পেশালি ডিজাইন করা এই সুট আমেরিকা ভারতের অনুরোধে পাঠিয়ে দিয়েছে। মূলত ২০১৬ সালে ভারত ও আমেরিকার মধ্যে সাক্ষরিত হওয়া
Logistics Exchange Memorandum of Agreement (Lemoa) চুক্তির জন্য আমেরিকান আর্মি তাদের স্টক থেকে ভারতের জন্য পাঠিয়ে দিয়েছে। এই চুক্তি অনুযায়ী উভয় দেশ যুদ্ধ কালীন পরিস্থিতি বা জরুরি দরকারে উভয়ের সিভিল ও মিলিটারি ফেসিলিটি তে অ্যাক্সেস করতে পারবে, জরুরি ইকুইপমেন্টের সাপ্লাই ও বিমান এবং জাহাজের রিফিউলিং ও রিপিয়ারিং করতে পারবে। মে মাস থেকে ভারত অতিরিক্ত ৫০,০০০ সেনা লাদাখে রেখেছে। যার জন্য আমাদের অতিরিক্ত ECWCS সুট দরকার ছিল।