কৈলাশ রেঞ্জ থেকে সরবেনা ভারত, সাফ জানানো হল চীনকে। আরও যা যা পদক্ষেপ নিল ভারতীয় সেনা
নিউজ ডেস্কঃ চীনের বিরুদ্ধে কোনরূপ পিছুপা হবেনা ভারত। ইতিমধ্যে তা বুঝিয়ে দেওয়া হয়েছে। একের পর এক বৈঠক হয়েছে চীনের সাথে, তবে কোনও লাভ হয়নি। চীনের আগ্রাসন নীতিকে যে ভারত সঠিক জবাব দিয়েছে তা বলাই বাহুল্য। আর সেই কারনে চীন যে কিছুটা দমেছে তা ইতিমধ্যে পরিষ্কার। আর সেই কারনে একাধিক ব্যাপারে সিদ্ধান্ত পরিবর্তন করতে চায়না ভারত।
ভারত সরকার অফিশিয়ালি জানিয়েছে যে ভারত এখন কোনো ভাবেই নিজের সেনাকে কৈলাশ রেঞ্জ থেকে সরাবে না। ২৯আগস্টের রাতে ভারতীয় সেনা কৈলাশ রেঞ্জ সহ দঃ প্যঙ্গং এর একাধিক স্ট্রেটেজিক পয়েন্ট পুনরুদ্ধার করে। এরই সাথে ভারত নিজের স্ট্রেটেজিক সুবিধা ফিরে পায়।
ভারত জানিয়েছে চীনের সেনা ভারতের থেকে বড় হওয়া সত্ত্বেও তার এটা বুঝে গেছে চাপ দিয়ে ভারতের সেনার সাথে পেরে ওঠা কোনমতেই সম্ভব নয়। ভারত কোনো ভাবেই চায় না যে পরিস্থিতি খারাপ হোক। কিন্তু ভারতের পুনরুদ্ধার করা অঞ্চল গুলি ভারত এখন আর হাতছাড়া করতে রাজি না।