১০৬ জন তালিবানি নিহত এবং ৪৮ জন আহত
নিউজ ডেস্কঃ সন্ত্রাসবাদ যে সারা পৃথিবীর মাথা ব্যথার কারন হয়ে দাঁড়িয়েছে তা আর নতুন কিছু নয়। আর এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে একাধিক পদক্ষেপ গ্রহন করা হচ্ছে। বিশেষ করে আফগানিস্তানের কথা সামনে আসলে তা সত্যি চোখে পরার মতো বিষয়। কারন আফগানিস্তানে তালিবানরা একের পর এক নক্কারজনক ঘটনা ঘটিয়ে চলেছে।
সম্প্রতি তালিবানদের বিরুদ্ধে এক বিরাট সাফল্য পেয়েছে আফগানিস্তানের সেনাবাহিনী। আফগান সেনাবাহিনীর স্পেশাল ফোর্স এর কারনে ইতিমধ্যে ১৩৫ জন তালিবান জঙ্গি খতম হয়েছে। পাশাপাশি ৯২ জন আহত হয়েছে। এছাড়াও ৭২ টি আইইডি ডিফিউজ করা হয়েছে।
এর আগেই আবার বিভিন্ন জায়গায় এনকাউন্টারে ১০৬ জন তালিবানি মারা গিয়েছে এবং ৪৮ জন আহত হয়েছে। আবার অন্যদিকে ২৯ টি আইইডি ও ডিফিউজ করা হয়েছিল। শুধু তাই নয় এয়ারস্ট্রাইকে করা হয়েছিল যার ফলে ২১ জন তালিবানি মারা যায়। শেষ কয়েকদিনের মধ্যে মোট ২৬২ জন তালিবান খতম হয়েছে এবং ১৪০ জন আহত হয়েছে। পাশাপাশি ১০১ টি আইইডি ডিফিউজ করা হয়েছে। এবং সবথেকে বড় ব্যাপার হল এই যে এর ফলে একজন আফগান সেনা ও কোনভাবে ক্ষতিগ্রস্থ হয়নি।