দেশীয় প্রযুক্তির যুদ্ধবিমান তেজাসে নতুন ফলক
নিউজ ডেস্কঃ বায়ুসেনার হাতে আসতে আসতে দেশীয় প্রযুক্তির যুদ্ধবিমান আসতে শুরু করেছে। আসলে মিগ ২১ এর মতো যুদ্ধবিমান গুলিকে অবসরে পাঠিয়ে আসতে আসতে তেজাসের মতো যুদ্ধবিমান সার্ভিসে আনতে চলেছে সেনাবাহিনী। আর সেই কারনে বায়ুসেনার হাতে আগামিদিনে বিরাট পরিমাণে থাকবে এই তেজাস। দেশীয় প্রযুক্তির এই যুদ্ধবিমান শুধু ভারতীয় সেনাতেই নয় পাশাপাশি বিদেশেও দেখা যেতে চলেছে, কারন এখনও পর্যন্ত বেশ কয়েকটি দেশ এই যুদ্ধবিমান ক্রয় করতে চেয়েছে। এই যুদ্ধবিমানের ক্ষমতার পাশাপাশি সার্ভিস ও নিজের প্রমান রেখেছে।
এল সি এ তেজাস যুদ্ধবিমান বড় একটি মাইল ফলক ছুতে চলেছে খুব শীঘ্রই। ২০০১সালে প্রথমবার আকাশে উড্ডয়নের পর টেকনোলজি ডেমনস্ট্রেটর, প্রোটোটাইপ ও লিমিটেড সিরিজ প্রোডাক্সান এবং নেভাল প্রোটোটাইপ মিলিয়ে ১৭ তেজস ইতিমধ্যে মোট ৫০০০ ঘণ্টার বেশি এ্যক্সিডেন্ট ফ্রি টেস্ট ফ্লাইট সম্পন্ন করতে চলেছে তেজস। যা ভারতবর্ষের জন্য এক বিরাট প্রাপ্তি এবং দেশীয় যুদ্ধবিমান হিসাবে নিজের ক্ষমতা প্রমান করা। সব ডাটা টেস্ট ফ্লাইটের ওপর দেওয়া হয়েছে। বিমানবাহিনীতে অপরেশেনাল সিরিজ প্রোডাক্সান তেজস ফাইটার গুলির অপরেশেনাল ফ্লাইট এখানে হিসাব করা হয়নি)