জানেন কি গালওয়ান উপত্যকায় চীনের কত জন সেনাকে মেরে ছিল ভারতীয় সেনাবাহিনী?
নিউজ ডেস্কঃ গালওয়ান উপত্যকায় চীন-ভারত সংঘর্ষ। অনেক তথ্যই সামনে এসেছিল। ভারতের জওয়ানদের বীর গাথার কথা সামনে এনেছিল ভারতবর্ষ। তবে চীনের তরফ থেকে কিছু স্বীকার করা হয়নি সেইসময়। তবে বেশ কিছু তথ্য সামনে এসেছিল, যা স্পষ্ট করেছিল যে বরাবরের মতো চীন এবারও মিথ্যা বলছে। প্রথমাবস্থায় আমেরিকা এবং তাইওয়ানের কিছু সংস্থা জানিয়েছিল যে ভারতের থেকেও চীন বেশি সংখ্যক সেনা হারিয়েছিল। তবে চীনের তরফ থেকে সেভাবে কিছু জানায়নি।
তবে আমেরিকা, তাইওয়ানের পর কিছুদিন আগে রাশিয়ার নিউজ এজেন্সি “তাস” ও জানিয়েছে যে গতবছর গালওয়ান ভ্যালিতে ভারত এবং চীনের সেনার সংঘর্ষে অন্তত ৪৫ জন চীন সেনা মারা গেছিল, যা চীন স্বীকার পর্যন্ত করেনি। আসলে চীন ২ লক্ষ সেনার মৃত্যু গোপন করে যেতে পারে, সেক্ষেত্রে ৪৫ জনের মৃত্যুর খবর চেপে যাওয়া কোনও ব্যাপারই নয়, এমনটাই মত একাধিক সামরিক বিশেষজ্ঞদের।