ভারত

২৭০০০ কিমি/ঘণ্টার গতিবেগে আক্রমন করতে ব্যালেস্টিক মিসাইল ইন্সটল করা হচ্ছে সাবমেরিনে। কত হাজার দূর পর্যন্ত হামলা করবে এই ডুবোজাহাজটি?

নিউজ ডেস্কঃ একের পর এক বিধ্বংসী যুদ্ধাস্ত্র সার্ভিসে নিয়ে আসছে ফ্রান্স। বিশেষ করে তাদের হাতে থাকা সাবমেরিন গুলি যে যেকোনো সময় ভয়ঙ্কর রুপ নিতে পারে তা একাধিকবার স্পষ্ট হয়েছে। ইতিমধ্যে তারা পরবর্তী প্রজন্মের যুদ্ধজাহাজ থেকে শুরু করে সাবমেরিন তৈরি করতে চলেছে, আর সেই কারনে প্রচুর পরিমানে বিধ্বংসী মিসাইল ও তারা সার্ভিসে আনতে চলেছে।

সম্প্রতি তারা একা বিধ্বংসী ব্যালেস্টিক মিসাইল সার্ভিসে আনতে চলেছে। ইতিমধ্যে তার সফল পরীক্ষাও করেছে। M51 স্ট্রাটেজিক ব্যালেস্টিক মিসাইল। ফ্রান্সের উপকূল থেকে এই মিসাইল লঞ্চ করা হয় যা হিট করে নর্থ আটলান্টিক মহাসাগরে। এই M51 আদতে একটি SLBM(সাবমেরিন লঞ্চড ব্যালেস্টিক মিসাইল) এর রেঞ্জ ৮০০০ কিমি থেকে সর্বচ্চ ১০০০০ কিলোমিটার। গতি ২৫ ম্যাক বা ২৭০০০কিমি/ ঘণ্টা। ২০২০ তে জুনে ফ্রান্সের Triomphant ক্লাস SSBN Le Téméraire থেকে এর পরীক্ষা করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published.