জাগুয়ারের ভারতীয় নাম শামশের। রাফালের কি হতে চলেছে?
নিউজ ডেস্কঃ ভারতের সাথে ফ্রান্সের সম্পর্ক যে অনেক পুরনো তা অনেকেরই জানা, কারন দেশ স্বাধীনের পর অর্থাৎ ১৯৫৩ সালে ভারত প্রথম বোম্বার যুদ্ধবিমান ক্রয় করে ফ্রান্সের থেকে। আর এই যুদ্ধবিমানটির প্রথম ক্রেতা ভারতবর্ষই ছিল। তবে ফ্রান্সের যুদ্ধবিমান গুলি ভারতে আসার পর নামকরণও করা হয়।
যেমন
OURAGUN ভারতীয় নাম তুফানি
জাগুয়ার ভারতীয় নাম শামশের
মিরাজ-২০০০ ভারতীয় নাম বজ্র
তবে রাফালের এখনও ভারতীয় নাম ঠিক করা হয়নি।