চীন সীমান্তে অপারেশানে নামল ভারতীয় রাফালে
নিউজ ডেস্কঃ ভারত-চীন উত্তেজনার মধ্যেই যে রাফালে ভারতের হাতে আসতে পারে তা অনেক আগেই একাধিক সুত্র মারফৎ জানা গিয়েছিল। এবং সেইমত ভারতের হাতে রাফালে এসে পৌছায়। এবং সেই গুলি যে চীন সীমান্তে ব্যবহার করা হতে পারে তা ও একরকম নিশ্চিত ছিল আন্তর্জাতিক মহল। আর ঠিক সেইমতোই ভারতীয় বিমানবাহিনী নিজের পাঁচটি রাফাল ফাইটারজেটকে লাদাখের চীন সীমান্তে নাইট ফ্লাইট ট্রেনিং এ নামিয়েছে।
আর এর ফলে রাফালে সম্পূর্ন অপরেশেনাল হল। রাফাল লাদাখে ভারতের বড় সুবিধা করে দেবে এমনটাই মত বিশেষজ্ঞদের। কারন রাফাল চীনের রেডার সিগনাল ধরতে ও programmable signal processors (PSP) এর সাহায্যে তা পাল্টে দিয়ে জ্যম করতে সক্ষম। শুধু তাই নয় পাশাপাশি রাফালের রেডার সিগনেচার সাধারণ সময়ে ট্রেনিং এর যা থাকে যুদ্ধে এনগেজমেন্টের সময় তা রেডার ক্যন্সেলেশান প্রসেসের মাধ্যমে কমিয়ে দেয়।