ভবিষ্যতে ইনফর্মেশান ওয়ারফেয়ারকে সামনে রেখে অত্যাধুনিক প্ল্যান তৈরির নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং
নিউজ ডেস্কঃ আগামি দিনে যুদ্ধ যে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এক বিরাট বিষয় হতে চলেছে তা বলাই বাহুল্য। আর সেই কথা মাথা রেখে ইতিমধ্যে বহু দেশ এর উপর বিরাট পরিমান অর্থ বিনিয়োগ করেছে। কারন যোগাযোগ ব্যবস্থাকে বা মহাকাশে স্যাটেলাইট কিভাবে ধ্বংস করে যোগাযোগ ব্যবস্থাকে নষ্ট করা যায় তার চিন্তা করা হচ্ছে। আর এইসকল বিষয় মাথায় রেখে প্রচুর টাকা বিনিয়োগ করছে কেন্দ্রীয় সরকার।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং ভারতীয় বিমান বাহিনীর টপ কম্যন্ডারদের ভবিষ্যতের হুমকিকে সামনে রেখে বিমানবাহিনীর জন্য দীর্ঘমেয়াদী একটি প্ল্যন তৈরি করতে বলেছেন। ভবিষ্যতে ইনফর্মেশান ওয়ারফেয়ার, ইলেকট্রনিক ডোমেন, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মত সেক্টর গুলি যুদ্ধে বড় ভূমিকা নেবে। এই ধরনের ডোমেনগুলিকে সামনে রেখে ভবিষ্যতে বিমানবাহিনীর স্ট্র্যটেজি ও ওয়ারফেয়ার টেকনিক।
ভারতের বায়ুসেনা বা বিমানবাহিনী ইতিমধ্যে হ্যলের সাথে মিলে সেউডো ড্রোন, ক্যটস্ ওয়ারিয়র, সোয়ার্ম ড্রোনের মতো টেকনোলজির ওপর কাজ করছে।