চীন, পাকিস্তানের ব্যাটেল ট্যাঙ্ক গুলিকে উড়িয়ে দিতে প্ল্যান ভারতবর্ষের
নিউজ ডেস্কঃ ভারতের হাতে থাকা হেলিকপ্টার গুলির বয়েস হয়েছে। এতো বছর ধরে সার্ভিস দেওয়ার পর এগুলিকে আসতে আসতে অবসর করার চিন্তাও করা হচ্ছে। এতদিন পর্যন্ত এই হেলি গুলি ব্যবহার করার ফলে বেশ কিছু হেলিকপ্টার ক্রাশ ও করেছে। তবে কিছু অসুবিধা থাকার কারনে নতুন হেলিকপ্টার গুলি সার্ভিসে আনা সম্ভব হচ্ছিলনা। বিশেষ করে সেনাবাহিনীর চাহিদা অনুযায়ী অস্ত্র দেশীয় প্রযুক্তির হেলিকপ্টারের সাথে মোতায়েন করা সম্ভব হচ্ছিলনা বলেই একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছিল সেনাবাহিনী।
হেলিনা এবং ধ্রুবাস্ত্র অ্যান্টি ট্যাংক গাইডেড মিসাইল ইউজার ট্রায়াল কমপ্লিট করেছে, এগুলো প্রোডাকশনে যাওয়ার জন্য প্রস্তুত। হেলিনা মিসাইল হচ্ছে আর্মি ভার্সন। যার রেঞ্জ ৭-১০ কিমি। এবং ধ্রুবাস্ত্র মিসাইল হচ্ছে হেলিকপ্টার ভার্সন। রুদ্র অ্যাটাক হেলিকপ্টারে ব্যবহার করা হবে। অর্থাত এবার ALH এর মিসাইল সমস্যাও মিটে গেল। এতদিন এটার অপেক্ষা ছিল।