যুদ্ধের সময় পাকিস্তানের থেকে যে যুদ্ধাস্ত্র ছিনিয়ে নিয়েছিল
নিউজ ডেস্কঃ কার্গিল যুদ্ধের কথা জানেনা এমন মানুষ খুঁজে পাওয়া বেশ মুশকিল। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল দুই দেশের। তবে পাকিস্তানকে যে ভারত উচিৎ শিক্ষা দিয়েছিল তা বলাই বাহুল্য। কারন কারগিল যুদ্ধে একাধিক গোপন অপারেশান করেছিল ভারতবর্ষ। যার কারনে পাকিস্তানের অবস্থা কতোটা খারাপ হয়েছিল তা সেইসময়কার অফিসাররা ভাল করে জানেন। ভারতবর্ষ যে শুধু তাদের বিরুদ্ধে জয় পেয়েছিল নয়, পাশাপাশি তাদের উপর থেকে একাধিক যুদ্ধাস্ত্র ছিনিয়ে নিয়েছিল।
কার্গীল যুদ্ধে ১/১১ গোর্খা রাইফেলসের জাওয়ানরা , স্টিংগার সারফেস টু এয়ার মিসাইল (SAM) ! এগুলিকে আসলে পাকিস্তানি বাহিনীর থেকে ছিনিয়ে নিয়েছিল ভারতীয় সেনারা।