পৃথিবীর সবথেকে ধনী ব্যাক্তি কেন পুতিনকে বলা হয়?
নিউজ ডেস্কঃ সময়টা ১৯৯১-৯২ এর, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, ছোট ছোট অনেক দেশ তৈরি হয়। এই সময় রাশিয়া জুড়ে ব্যাপক দুর্নীতি, মাফিয়ারাজ শুরু হয়। নতুন রাশিয়ান প্রসিডেন্ট বরিস ইয়ালসেন ও দুর্নীতিবাজ ছিলেন। ঠিক এমন সময় সামনে এসে ভ্লাদিমির পুতিন। পুতিন রাশিয়া কে অর্থনৈতিক ভাবে, রাজনৈতিক দিক দিয়ে অনেক শক্তিশালী তৈরি করে। এই মহূর্তে পুতিন বিশ্বের অন্যাতম শক্তিশালী লিডার বলা হয়। এটাও বলা হয় ভ্লাদিমির পুতিন এই পৃথিবীর সবচেয়ে বড়লোক ব্যাক্তি এলন মাস্কের থেকেও কিন্তু পুতিন কোনওদিন সব তথ্য প্রকাশ করে নি।
এক সময় গরীব, বেকার থাকা পুতিন নিজের ক্ষমতায় রাশিয়ান ইনটেলিজেন্স এজেন্সি(গুপ্তচর সংস্থা) কেজিবির এজেন্ট হন সেখান থেকে রাশিয়ার প্রেসিডেন্ট হন। পুতিন যে সময় রাজনীতিতে আসেন তখন জার্মানির বার্লিন ওয়াল ভেঙে গিয়ে পূর্ব ও পশ্চিম জার্মানও এক হয়ে যায়। কিন্তু ১৯৯১ এ সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে ১৫ টি দেশ তৈরি হয় যার শোক কোনওদিন ভুলতে পারে নি পুতিন, সেইসময় একে “গ্রেটেস্ট ট্রাজেডি ” বলেন। বলা হয় পুতিনের কাছে ২০ টি প্যালেস, ৪৩ টি বিমান ও ১৫ টি হেলকপ্টার আছে কিন্তু এব্যাপারে সঠিক কোন তথ্য কেউ জানে না।