প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্য বিমান তৈরিতে কত কোটি টাকা খরচ?
নিউজ ডেস্কঃ যতদিন যাচ্ছে বিশ্বের দরবারে তত বাড়ছে ভারতের দাপট। কারন ইউরোপ থেকে শুরু করে অস্ট্রেলিয়া, একাধিক দেশ মহাদেশে বাড়ছে ভারতের দাপট। আর সেই কথা মাথায় রেখেই আরও বেশি আঁটসাঁট করা হচ্ছে ভারতীয় প্রধানমন্ত্রীর সিকিউরিটি। কারন একাধিক সময় প্রধানমন্ত্রীকে হুমকি দিয়েছে একাধিক জঙ্গি সংগঠন।
সেই সকল মাথায় রেখেই ভারতের প্রধানমন্ত্রীর জন্য ক্রয় করা হয়েছে দুটি নতুন বিমান। B-747-400 বিমানকে রিপ্লেস করা হয়েছে 777-300 ER র সাথে। এই সকল বিমান ব্যবহার করা হয় বিশেষত প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্য। বিমান গুলি পরিচালনা করবে ভারতীয় বায়ুসেনা পাইলট তবে মেইন্টেনেন্স করবে এয়ার ইন্ডিয়া। আর বিমান গুলিকে ডাকা হয় এয়ার ইন্ডিয়া নামে।

বিমান গুলিতে সিউকিউরিটি ব্যবস্থা আঁটসাঁট করার জন্য লার্জ এয়ারক্রাফট ইনফ্রারেড কাউন্টার মেজর (LAIRCM) এবং সেলফ প্রটেকশান স্যুইট(SPS) রয়েছে, যাকে অ্যামেরিকার স্টেট অফ আর্টস টেকনোলোজি বলা হয়ে থাকে। এগুলি ব্যবহার করতে অতিরিক্ত ১৯০ মিলিয়ন ডলার খরচ হয়েছে।