পৃথিবী

স্যাটেলাইট কিভাবে সুরক্ষিত রাখবে? এলন মাস্কের কারনে বিরাট সমস্যার সম্মুখীন হবে গোটা পৃথিবী

নিউজ ডেস্কঃ ইলন মাস্কের জন্য যে বিরাট সমস্যার সম্মুখীন হতে চলেছে পৃথিবীর বহু দেশ তা ইতিমধ্যে একাধিক রিপোর্টে প্রকাশ পেয়েছে। বিশেষ করে মহাকাশে বিরাট আকারে সমস্যা হতে চলেছে। ইলন মাস্কের স্পেস এক্স কোম্পানির স্টারলিঙ্ক প্রজেক্টের জন্য চীন, ভারতবর্ষের মতো প্রচুর দেশ সমস্যার সম্মুখীন হতে চলেছে।

ইলন মাস্কের স্পেস এক্স অধীনে থাকা স্টারলিনক প্রজেক্ট এর জন্য স্যাটেলাইট বেস্ড নেভিগেশন স্যাটেলাইট বেস্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করার জন্য ৪২ হাজারেরও বেশি স্যাটেলাইট লোয়ার আর্থ অর্বিটে স্থাপন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যার কারনে এক জঞ্জালের আবহ সৃষ্টি হচ্ছে পৃথিবীর কাছের লোয়ার আর্থ অরবিটে। পৃথিবীর এত কাছের অর্বিটে এত বড় সংখ্যার স্যাটেলাইট যদি প্রদক্ষিণ করতে থাকে তাহলে পৃথিবী থেকে ভবিষ্যতে অন্য কোন দেশ স্যাটেলাইট কিভাবে সুরক্ষিত রাখা হবে? এই নিয়েই বড় প্রশ্নের মুখে পড়তে চলেছে। আর এই কারন বশত পুরো পৃথিবী একটি খাঁচার মধ্যে আবদ্ধ হয়ে যাবে।

ইতিমধ্যে কয়েকহাজার স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে। যার কারনে চীন এবং ভারতের বহু স্যাটেলাইট স্পেস এক্স এর স্যাটেলাইটের কলিশন থেকে নিজেকে রক্ষা করতে ম্যনুয়েভার করতে বাধ্য হয়েছে। শেষ বছর ভারতের বিভিন্ন স্যাটেলাইট মোট ১৯বার কলিশন থেকে নিজেকে রক্ষা করতে ম্যনুয়েভার করেছে। এর ফলে স্যাটেলাইটের নিজের যে লাইফটাইম তা ব্যাপক তাড়াতাড়ি কমে যাচ্ছে। কেননা এই ম্যানুয়েল হারের ফলে স্যাটেলাইট এর মধ্যে থাকা জ্বালানি দ্রুত হ্রাস পাচ্ছে। চীন ইতিমধ্যে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে। মহাকাশ সবার জন্য একমাত্র স্পেসএক্স নিজে তা ব্যবহার করতে পারে না এ বিষয়টি আমেরিকার মাথায় রাখা উচিৎ। একটি কোম্পানি শুধু নিজের স্বার্থের জন্য পুরো মানবজাতিকে বিপদের মুখে ফেলে দিচ্ছে এমনটাই মত সামরিক বিশেষজ্ঞদের।

স্পেস এক্স এর বিরুদ্ধে ভারতের উচিত একটি কঠিন স্ট্যান্ড নেওয়া। যদি স্পেসএক্স নিজের এই কাজ বন্ধ না করে তবে সে ক্ষেত্রে ভারত তথা চীনকে আরো বড় ধরনের পদক্ষেপ নিতে হবে। এর ফলে মহাকাশে “ডাম্ব” স্যাটেলাইট পাঠাতে হতে পারে চোখের আড়ালে। এ্যক্সিডেন্টের অজুহাতে কয়েকটি ধাক্কা খাওয়ালেই তৈরি হবে বড় ধরনের আবর্জনার ক্লাউড যা বিভিন্ন অর্বিটে থাকা স্যাটেলাইটে লেগে আরও বড় চেইন রিএ্যক্সান তৈরি করবে। তবে সেটা করলে অবশ্যই স্পেশ এক্স ছাড়াও বিভিন্ন দেশের স্যাটেলাইট সহ চীন ও ইন্টারন্যশেনাল স্পেশ স্টেশানে থাকা মহাকাশচারীদের জীবনের ঝুঁকি বেড়ে যাবে। তবে স্পেশ এক্সকে আটকানো খুব প্রয়োজন। নয়তো ভবিষ্যতে পৃথিবীকে ভুগতে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published.