ভারত-পাক বর্ডারে অতিরিক্ত কত হাজার সেনা মোতায়েন ভারতবর্ষের?
নিউজ ডেস্কঃ চীনের বিরুদ্ধে যে ভারত আর এক পা পিছু হাঁটবে না তা বলাই যেতে পারে। মোট কথা চীনের বিরুদ্ধে কোনোরকম বরফ গলবে না। আর সেই কারনে সীমান্তে একের পর এক শক্ত অবস্থান নিয়েছে ভারত। বিশেষ করে চীনের বিরুদ্ধে সীমান্তে সেনা পৌঁছে দিতে একাধিক পদক্ষেপ গ্রহন করা হয়েছে। পাশাপাশি প্রচুর যুদ্ধাস্ত্র মোতায়েন করে রাখা রয়েছে সেখানে। যাতে যেকোনো পরিস্থিতির যেকোনো সময় মোকাবেলা করা যেতে পারে।
সীমান্তে কিছুদিন আগেই ভারতবর্ষ প্রচুর সেনা মোতায়েন করে রেখেছে। শেষ বছরের তুলনায় সেখানে ৪০ শতাংশের উপর বেশি সেনা মোতায়েন করা হয়েছে। মোট ৫০০০০ অতিরিক্ত সেনা মোতায়েন করা আছে সেখানে।
তবে শুধু সেনা নয় পাশাপাশি চীনের বিরুদ্ধে ভারত প্রায় ২লক্ষ পদাতিক সৈন্য মোতায়েন রেখেছে। এবং যুদ্ধাস্ত্র হিসাবে সেখানে মোতায়েন করা হছে এম-৭৭৭ এর মত হাউৎজার। এছাড়া চিনুক, সি-১৭, আইএল-৭৬, ধ্রুব, এমআই-১৭ ট্র্যন্সপোর্ট এর ক্ষেত্রে বড় ভূমিকা নিচ্ছে।
এ্যটাক হেলিকপ্টারের মধ্যে এ্যপাচি মোতায়েন করা হয়েছে আর সমস্ত ধরনের যুদ্ধবিমান মোতায়েন এবং হাসিমার বেসে রাফাল মোতায়েনের কাজ শুরু হয়েছে।